Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স্ কোম্পানী লিমিটেড(বিটিসিএল) যাহা পূর্বে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড নামে পরিচিত ছিল)  বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিফোন (পিএসটিএন) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ।মুক্তাগাছা বিটিসিএল কার্য্যালয়টি একটি উপজেলা কার্য্যালয় । প্রতিষ্ঠানটির দপ্তর প্রধানের পদবীঃ উপসহকারী প্রকৌশলী , মুক্তাগাছা । উপসহকারী, মুক্তাগাছার অধীনে  সমূহের টেলিযোগাযোগ সেবা পরিচালিত হয় । প্রতিষ্ঠানটি টেলিফোন ভয়েস সার্ভিসের পাশাপাশি মুক্তাগাছার বিভিন্ন জায়গায় Broadband Internet(ADSL) সহ Dial Up Internet সার্ভিস প্রদান করিয়া থাকে । উলেস্নখ্য যে, মুক্তাগাছা টেলিকম বিভাগের আওতাধীন সকল টেলিফোনই ডিজিটাল যাহাতে Malicious Call Tracing, Abbreviated Dialing, Fixed Destination Call, Hot Line, Call Waiting, Call Forwarding, Don't Disturb Individual, Conference Call , Alarm Call, Caller Id সুবিধা রহিয়াছে । বিটিসিএল একটি সরকারী প্রতিষ্ঠিান হলেও বর্তমানে কোম্পানীতে রুপান্তরিত প্রতিষ্ঠান।